ছাত্রদল নেতার হাতে শিক্ষক লাঞ্চিত, শিক্ষার্থীদের মানববন্ধন
নোয়াখালী জিলা স্কুলের বার্ষিক পরীক্ষায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করায় ছাত্রদল নেতা ও শিক্ষানবীশ আইনজীবী মো. ওয়াসিম কর্তৃক প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষককে অপমান ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিশাল এক মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায়। পরে তারা সেখানে মানববন্ধন করে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। তারা বলেন, যারা এ হীনকাজের সঙ্গে যুক্ত তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে করে জেলার এ প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে এভাবে লাঞ্চিত না হতে হয় সেই ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে। তারা আরও বলেন, যারা এ কাজ করেছে তারা বহিরাগত ও বখাটে অভিভাবক।
পরে শিক্ষার্থীরা কয়েকটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসককে।
What's Your Reaction?