হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম আমরা সবাই ভাই ভাই : আহমাদুল্লাহ

Dec 5, 2024 - 23:29
 0  2
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম আমরা সবাই ভাই ভাই : আহমাদুল্লাহ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম আমরা সবাই ভাই ভাই হয়ে আমাদের এই দেশকে এগিয়ে নিতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো ধরনের ফাঁটল নেই, কোনো বিভেদ নেই।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন, নিরাপদে থাকবেন। তাদেরকে নিরাপদ রাখবার জন্য সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্বও তাদের জায়গা থেকে তাদের কাজ করছেন। আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টাকে দেওয়া চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা থাকবো।

তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ ও ফাঁটল যারা দেখাবার চেষ্টা করছে, তাদের সেই প্রোপাগাণ্ডায় বিশ্ববাসী যেন বিভ্রান্ত না হয় এবং আমাদের দেশের মানুষ যাতে বিভ্রান্ত না হয়- আমরা মূলত সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ তৈরি করেছে তা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রোপাগাণ্ডায় যেন আমরা কোনোভাবেই পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি সেজন্য এখানে সবাই কথা বলেছেন। মুসলিমরা ছাড়াও যে অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ছিলেন তারাও কথা বলেছেন। প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন যার যার অবস্থান থেকে যে আমরা শান্তি-সম্প্রীতি রক্ষার জন্য কাজ করছি। আমরা ৫ আগস্ট কিন্তু প্রত্যেকেই ফেসবুক লাইভে এসে সবাইকে সজাগ থাকার, সতর্ক থাকার এবং সংযমী থাকার, ধৈর্যশীল থাকার আহ্বান করেছি। আলিফ হত্যাকাণ্ডের পরও মানুষকে আমরা সংযমী থাকার আহ্বান করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow