ডাকসুর ভিপি-জিএস দুই পদে ছাত্রশিবির বিজয়ী : সাংবাদিক ইলিয়াস

Sep 10, 2025 - 03:01
 0  0
ডাকসুর ভিপি-জিএস দুই পদে ছাত্রশিবির বিজয়ী : সাংবাদিক ইলিয়াস
ছবি : সংগৃহীত

ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি এমন দাবি করেন।

ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, ভিপি-জিএস দুই পদেই শিবির বিজয়ী। কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি।

এদিকে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও এখনো ঘোষণা হয়নি ফলাফল। শেষ খবর অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকেও ভোট গণনা চলছে। ফল ঘোষণায় দেরি হওয়ায় ডালপালা মেলছে গুজব। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো গুজবের হাট বসেছে। কোনো ধরনের সোর্স ছাড়া, সঠিক তথ্য ছাড়া একচেটিয়াভাবে বিভিন্নজনকে বিভিন্ন সময় বিজয়ী দেখানো হচ্ছে।

অনেকে আবার ঘোষিত ফলাফলের আদলে রিটার্নিং অফিসের প্যাডে ভুয়া নাম বসিয়ে ইচ্ছামতো প্রার্থীদের বিজয়ী ঘোষণা করছেন। কেউ কেউ বিভিন্ন কেন্দ্রে কে কত ভোট পেয়েছেন তা ছড়িয়ে দিচ্ছেন।

কেএম কাইয়ুম নামে একজন প্রতিষ্ঠিত গণমাধ্যমের নামে কার্ড শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন আবিদ’। যাচাই করে জানা গেছে, ওই গণমাধ্যম থেকে এ ধরনের কোনো কার্ডই প্রচার করা হয়নি। 

আরেকজন লিখেছেন, ‘বিপুল ভোটে জয়ী সাদিক কায়েম।’ এভাবে মনগড়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

এসব বিষয়ে ইঙ্গিত করে ফেসবুকে ভিপি প্রার্থী উমামা ফাতেমা লেখেন, ‘লাইলাতুল গুজব’।

ডাকসু রিটার্নিং অফিসের তথ্যমতে, নির্বাচনে গড়ে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট দিয়েছেন সূর্যসেন হলের শিক্ষার্থীরা। এ হলের ৮৮ শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া আরও ১২ হলের শিক্ষার্থীরা ৮০ শতাংশের ওপরে ভোট দিয়েছেন। ছাত্রীদের হলগুলোতে তুলনামূলক ভোট পড়ার হার কম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow