নতুন রূপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন রূপে বিশ্বের সামনে এলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ১১৭ দিনের সংস্কার কাজ শেষে দর্শকদের সামনে স্টেডিয়ামটি উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গ্যালারি, ফ্লাডলাইট উন্নয়নের পাশাপাশি বাড়ানো হয়েছে আসন সংখ্যাও।
চারিদিকে আলোর ঝলকানি। নতুন রূপে নতুন সাজে পর্দা উন্মোচন হলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের। গ্যালারি ভর্তি দর্শক, আতশবাজি, ক্রিকেটারদের উপস্থিতিতে যেনো প্রাণের সঞ্চার স্টেডিয়াম জুড়ে। সেখানেই বাড়তি মাত্রা যোগ করে দেশটির প্রধানমন্ত্রী, পিসিবি চেয়ারম্যানসহ ক্রিকেট সংশ্লিষ্টদের উপস্থিতি।
চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আয়োজক পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেয়। দেশটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে নানা ধরনের জলঘোলা হলেও স্টেডিয়ামে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। দফায় দফায় আইসিসির প্রতিনিধি দলও স্টেডিয়াম পরিদর্শন করে। টুর্নামেন্ট মাঠে গড়াতে হাতে খুব একটা সময়ও নেই পিসিবির। কাঠামো উন্নয়নের কার্যক্রম শেষে পরিদর্শনে যান বোর্ড প্রধান মহসিন নাকভিও।
টুর্নামেন্টের আগে স্টেডিয়াম সংস্কার সম্পন্ন হওয়া নিয়ে শঙ্কা আর ধোঁয়াশা থাকলেও এবার ঘুঁচলো তা। এবার এলো সেই মাহেন্দ্র ক্ষণ। অবশেষে সংস্কারকৃত গাদ্দাফি স্টেডিয়াম উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংস্কার কার্যক্রম শেষে দর্শকদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় স্টেডিয়ামটি। ১১৭ দিন পর দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো গাদ্দাফি স্টেডিয়াম। স্টেডিয়ামে নতুনভাবে যোগ করা হয়েছে এলইডি ফ্লাডলাইট, বিশাল স্কোর স্ক্রিন, নতুন গেস্ট বাক্স এবং আপগ্রেডেড সিট। বাড়ানো হয়েছে দর্শক ধারণক্ষমতাও। ২১ হাজার ৫০০ সিট থেকে ৩৪ হাজারে উন্নীত করা হয়েছে আসন সংখ্যা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, 'মহসিন নাকভির তত্ত্বাবধানে এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে। আমি ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের ডিজি, সকল বোর্ড সদস্য, প্রকৌশলী, কর্মী এবং পুরো টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা বিশ্বকে দেখাতে চাই যে আমরা ভালো আয়োজক।'
চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নানা অনিশ্চয়তার পর যখন টুর্নামেন্টের আয়োজক স্বত্ত্বা ধরে রাখতে সক্ষম হয় পিসিবি, তখন ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা করে পাকিস্তান। এবার শুধু নব সংস্কারকৃত স্টেডিয়াম উদ্বোধনই নয়, একেবারেই নতুন আঙ্গিকে স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে উন্মোচন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের জার্সিও। স্টেডিয়ামের মাঠের ভেতর তৈরি করা স্টেজে এক এক করে উঠে আসেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এসে উন্মোচন করেন টুর্নামেন্টের নির্ধারিত জার্সি।
What's Your Reaction?






