আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যে ব্যাখ্যা দিলেন মিরাজ

টি-টোয়েন্টি সিরিজের দাপট ওয়ানডেতে ধরে রাখতে পারল না বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাটিং বিপর্যয় এবং স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে না পারাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক মিরাজ ও তাওহীদ হৃদয় ১০১ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। তবে হৃদয় রানআউট হয়ে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ৬৭ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মিরাজ করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মিরাজ বলেন, ‘শেষের দিকে আমরা কোনো জুটি গড়তে পারিনি, সেখানেই সমস্যাটা হয়েছে। স্কোরবোর্ডে যদি ২৬০ রানের বেশি থাকত, তাহলে ফল ভিন্ন হতে পারত।’
২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুতে কিছুটা চাপে পড়লেও রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর ৭৮ রানের জুটিতে শক্ত ভিত্তি পায়। মাঝপথে বাংলাদেশ ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তান ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে।
মিরাজ আরও বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য কিছুটা কঠিন ছিল এবং টার্নও ছিল। আমাদের বোলাররা ভালো চেষ্টা করেছে, কিন্তু জয়ের জন্য আমরা যথেষ্ট রান করতে পারিনি।’
বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৩১ রানে ৩ উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর।
What's Your Reaction?






