থাইল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা

Oct 20, 2025 - 23:24
 0  2
থাইল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা
ছবি : সংগৃহীত

গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে সবশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে আর কোনো ম্যাচ খেলতে পারেননি আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। তবে প্রায় সাড়ে তিন মাস পর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আগামী বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ায়। সেই বড় মঞ্চের প্রস্তুতির অংশ হিসেবেই থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই সফরের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন নারী দলের প্রধান কোচ পিটার বাটলার।

এশিয়ান কাপ বাছাইপর্বের দলে ছিলেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ। তবে সাম্প্রতিক ফর্ম খারাপ থাকায় এবার বাদ পড়েছেন তারা। অন্যদিকে এ বছর ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্সের কারণে দলে ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান।

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল আগামীকাল রওনা হবে থাইল্যান্ডে, যেখানে ব্যাংককে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা-২৪ ও ২৭ অক্টোবর। এর আগে মেয়েরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২০ দিনের প্রস্তুতি ক্যাম্প সম্পন্ন করেছে।

আগামী বছরের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান।

বাংলাদেশের ২৩ জনের স্কোয়াড: 

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। 
ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী
ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow