ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Oct 20, 2025 - 23:20
 0  3
ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি : সংগৃহীত

রাশিয়ার তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই এ থেকে ভারতকে সরে আশার আহ্বান জানিয়ে আসছেন। সর্বশেষ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে তার। ট্রাম্প জানান, রাশিয়ান তেল ক্রয় সীমিত করবেন বলে তাকে জানিয়েছেন মোদি। তবে, তার কথা না মানলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার (২০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ট্রাম্প গত সপ্তাহে যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে রাশিয়ান তেল কেনার জন্য মস্কোর সঙ্গে কোনো চুক্তি করবেন না তিনি।’

প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি তার শর্তাবলিতে সম্মত না হলে এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর “ব্যাপক শুল্ক” আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত সপ্তাহে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে ভারত। ভারতের এমন অবস্থান সম্পর্কে প্রশ্নের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘কিন্তু যদি তারা এমনটি বলতে চায়, তাহলে তারা কেবল বিশাল শুল্ক আরোপ পেতে থাকবে এবং তারা তা করতে চায় না।’

প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করে এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর রাশিয়ার তেলের দাম ও অংশীদার কমে যাওয়ায় সে সুযোগ ভারত কাজে লাগায় এবং রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে দেশটি।

ওয়াশিংটন ইতিমধ্যেই ভারতীয় রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ট্রাম্প বারবার বলেছেন, নয়াদিল্লি মস্কোর সঙ্গে অপরিশোধিত বাণিজ্য বন্ধ না করলে ভারতের ওপর এই শুল্ক বহাল থাকবে। এছাড়া এটি বৃদ্ধিও পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow