পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকালে পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ২৩ জনকে আটক করে বিজিবি। একইদিন ভোরে লালমনিরহাটের পাটগ্রামের মাছিরবাড়ি সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করে বিএসএফ
পুলিশ জানায়, সকালে পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ২৩ জনকে আটক করে বিজিবি। গভীর রাতে তাদের বাংলাদেশ ভূখন্ডে ঠেলে দেয়া হয়। আটকের পর ২৩ জনকে থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের বাড়ি সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিলেন।
এদিকে, লালমনিরহাটের পাটগ্রামের মাছিরবাড়ি সীমান্ত দিয়ে ভোরে ৯ জনকে পুশইন করে বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। পরিচয় যাচাই-বাছাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
What's Your Reaction?






