বংশীবাদক বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে যতো আয়োজন

Nov 14, 2025 - 22:10
 0  2
বংশীবাদক বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে যতো আয়োজন
বারী সিদ্দিকী

বাংলাদেশের প্রখ্যাত লোক ও আধ্যাত্মিক গানের শিল্পী, গীতিকার এবং বংশীবাদক বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন আগামীকাল ১৫ নভেম্বর। এই উপলক্ষে তাঁর সম্মান আয়োজন করা হয়েছে স্মৃতিচারণ, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আগামী ১৭ নভেম্বর, সোমবার বিকেল ৫টা কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এ আয়োজন করবে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ফিরোজ হায়দার খান। উদ্বোধন করবেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির হোসেন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জহিরুল আলম ও অভিনেতা ডি এ তায়েব।

অনুষ্ঠানে গাইবেন আশ্রাফ উদাস, শফি মন্ডল, শাহনাজ বেলী, রাজীব, পলাশ, মুনির বাউলা, পারভেজ খানসহ অনেকে।

বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কণ্ঠশিল্পী প্রিন্স আলমগীর বলেন, ‘বারী সিদ্দিকী শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন আত্মার গায়ক। তাঁর গান আজও মানুষের হৃদয়ে সুর তোলে, আধ্যাত্মিকতার আলো জ্বালায়। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আশা করছি আয়োজনটি সফলভাবে শেষ করতে পারব।’

উল্লেখ্য, বারী সিদ্দিকীর জন্ম নেত্রকোনায়। অল্প বয়স থেকেই গান ও বাঁশির সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘আমি একটা জিন্দা লাশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী ২০১৭ সালের ২৪ নভেম্বর মারা যান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow