বিআরটিসি বাসকে জরিমানা করল বিআরটিএ

Jul 20, 2025 - 21:53
 0  4
বিআরটিসি বাসকে জরিমানা করল বিআরটিএ
ছবি : সংগৃহীত

সারাদেশের সড়ক ও মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।

রোববার সকালে রাজধানীর ফার্মগেটে অভিযানে অংশ নিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় তিনটি বিআরটিসি বাসের কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আটটি স্পটে আজ সকাল থেকে অভিযান শুরু হয়েছে। শুধু দিনে নয়, রাতেও চলবে এ অভিযান।

তিনি আরও বলেন, মূলত ২০ বছরের মেয়াদোত্তীর্ণ বাস এবং ২৫ বছরের বেশি চলাচল করা ট্রাক সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনাও বেশি হচ্ছে। তাই এসব গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান জানান, রাতারাতি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বিগত সরকারের আমলে কী হয়েছে, সেটি প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, শুধু সড়কে নয় বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান।

বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন- পরিচালক প্রশাসন মো.কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক এনফোর্সমেন্ট নাজনীন হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া,  উপপরিচালক এনফোর্সমেন্ট হেমায়েত উদ্দিন, বিআরটিএ পরিচালক মীর আহমেদ তারিকুল ওমর, পরিচালক রোড সেফটির শহীদুল্লাহ ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মো.আনিছুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow