৮ বছরেও শুরু হয়নি সাংবাদিক শিমুল হত্যার বিচার

Feb 3, 2025 - 18:06
 0  2
৮ বছরেও শুরু হয়নি সাংবাদিক শিমুল হত্যার বিচার
ছবি : সংগৃহীত

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার অষ্টম বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাব। এ উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিবাদসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে সংগঠনের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, সহসভাপতি রাসেল সরকার, সাংবাদিক আবুল কাশেম, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন ও প্রয়াত শিমুলের স্ত্রী নুরুন্নাহার প্রমুখ।

বক্তারা বলেন, ‘২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘষ চলার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি শিমুল গুলিবিদ্ধ হন।

পরের দিন তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় প্রয়াত সাংবাদিকের স্ত্রীর দায়ের করা মামলায় ৩৮জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। কিন্তু ৮ বছর অতিবাহিত হলেও আজও মামলার বিচারকার্য শুরু হয়নি। মামলাটি আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে স্থগিত অবস্থায় রয়েছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ হত্যা মামলার দ্রুত বিচারকার্য শুরুর দাবি করেছেন গণমাধ্যমকর্মী ও নিহতের স্বজনরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow