বগুড়ায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, আ. লীগ নেতা গ্রেপ্তার

Feb 3, 2025 - 18:09
 0  2
বগুড়ায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, আ. লীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় ছামিদুল ইসলাম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের পর উপজেলার বাহালগাছা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছামিদুল ইসলাম বহালগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
 
মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কর্মিসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মিসভায় হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাঙচুর করে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে।
 
এ ঘটনায় গত ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছামিদুল ইসলাম।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow