অবৈধ সম্পদ অর্জন মামলায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ৩ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের ছেলে আসাদুর রহমান দুলু ২০২০ সালের ৫ মার্চ দুদকের নোটিশে সাড়া দিয়ে সম্পদ বিবরণী জমা দেন। ওই বছরের ২৫ জুন তিনি নিজে স্বাক্ষরিত সম্পদ বিবরণীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের ঘোষণা দেন।
কিন্তু তদন্তে দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রাপ্ত তথ্যে উঠে আসে- দুলু তার ঘোষিত সম্পদের বাইরে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত আরও ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করেছেন।
এ ঘটনায় দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুল রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গত বুধবার (২৭ আগস্ট) উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।
What's Your Reaction?






