আটলান্টা ফোবানার কীক অফ মিটিং আগামী রোববার

Jan 13, 2025 - 17:00
 0  25
আটলান্টা ফোবানার কীক অফ মিটিং আগামী রোববার
ছবি : সংগৃহীত

জুয়েল সাদত

উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৯তম আটলান্টা ফোবানার কীক অফ পার্টি আগামী রোববার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

যে কোন শহরে ফোবানা হলে আটলান্টা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আটলান্টা ফোবানার জন্য খুবই আকর্ষনীয় স্থান। একাধিক সফল ফোবানা উপহার দিয়েছে আটলান্টা। সেই আটলান্টা ২৪ সালের আগষ্ট মাসের ২৯ থেকে ৩১, ২০২৫ হতে যাচ্ছে ৩৯তম ফোবানার আসর। পুরোদমে শুরু হয়েছে কাজ। ইতিমধ্যে ৮২ সদস্যের হোস্ট কমিটি গঠিত হয়েছে।

আটলান্টার গ্লোবাল মলের আশিয়ানা ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম ফোবানার কীক অফ গালা পার্টি। পার্টিতে উপস্থিত থাকবেন বিভিন্ন শহরের ফোবানার ডেলিগেটরা এবং হোষ্ট কমিটির স্পন্সররা। কীক অফে হোস্ট কমিটি ফোবানার ডেকিগেট দের আসন্ন ফোবানার নানা বিষয় অবহিত করনে এবং ভেন্যু পরিদর্শন করাবেন।

কীক অফ গালা পার্টি ফোবানার একটি প্রাক প্রস্তুুতি সভা। হোস্ট কমিটি একটি আগাম ধারনা দিবেন ৩৯তম ফোবানায় কি কি থাকবে এবং কেমন হবে আগষ্টের ফোবানা।

আটলান্টা ফোবানার মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া জানান, ‘কীক অফ পার্টিকে ঘিরে ব্যাপক আয়োজনের প্রস্তুুতি চলছে। কীক অফ পার্টিটা আটলান্টার গ্লোবাল মলের আশিয়ানা ব্যাংকুয়েট হলেই হবে। বিভিন্ন শহর থেকে ফোবাবার দায়িত্বশীলরা আসবেন। আমরা একটা পুর্নাঙ্গ ধারনা দিব, অনেক কিছুই থাকছে আটলান্টা ফোবানায়।’

কনভেনর এবং আটলান্টার অন্যতম কমিউনিটি ব্যাক্তিত্ব নাহিদুল খান সাহেল জানান, ‘‘আটলান্টা সবগুলো ফোবানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আটলান্টার হোম টাউনে ৩৯তম ফোবাবায় নতুনত্ব থাকবে। সবাইকে কীক অব মিটিংএ আহবান জানাচ্ছি।’’

হোষ্ট প্রেসিডেন্ট ডিউক খান জানান, ‘‘আটলান্টা ফোবানা নিয়ে কমিউনিটিতে ব্যাপক আগ্রহ আছে, আমরা কীক অব মিটিংএ বিস্তারিত জানাবো।’’

হোস্ট কমিটির কো কনভেনর কাজী নাহিদ জানান, ‘‘আটলান্টা ফোবানার জন্য ব্যাপক গণসংযোগ চলছে, আটলান্টার প্রবাসীরা সবাই ঐক্যবদ্ধ। আমরা একটি মানসম্পন্ন ফোবানা উপহার দিব।’’

ফোবানার ভেটারান সদস্য এবং আটলান্টার কমিউনিটি লিডার দিলু মওলা জানান, ‘‘আটলান্টার দর্শনীয় স্থান ও ফোবানা একসাথে উপভোগের সুযোগ রয়েছে।’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow