আমুর বাসভবনে উত্তেজিত ছাত্রজনতার ব্যাপক ভাঙচুর

Feb 7, 2025 - 00:05
 0  3
আমুর বাসভবনে উত্তেজিত ছাত্রজনতার ব্যাপক ভাঙচুর
ছবি : যমুনা টাইমস

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের রোনালস রোডের সাবেক শিল্প মন্ত্রী আমুর বাড়ি ও ফিরোজা আমু হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ব্যাপক ভাঙচুর করে।

বুধবার রাতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে এক বক্তব্য দেন। তার এই বক্তব্যের প্রতিবাদে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেয়। এর ধারাবাহিকতায় বুধবার রাত ২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে। রাত ৩টার দিকে ভাঙচুর শেষে বাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর নামে বেগম ফিরোজা আমু (তার স্ত্রী) হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে তার পোড়া বাসভবনে এসে ভাঙচুর শুরু করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওই বাড়ি থেকে পোড়া-অক্ষত মিলিয়ে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদ সাইফুল্লাহ বলেন, জুলাই গণহত্যার বিচার দাবিতে আমরা এই আন্দোলন করছি। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমরা তাকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিকন মাহমুদ বলেন, আওয়ামী লীগের কোন কার্যক্রম করতে দেয়া হবে না। দেশ থেকে তাদের ন্যারেশন চীরতরে মুছে ফেলতে হবে। ঝালকাঠিতে আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের যত স্থাপনা আছে সব ধ্বংস করা হবে। তারাসহ নতুন করে আর কোনো ফ্যাসিজম তৈরি না হয়।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা এখনও কিছু জানতে পারিনি, বিষয়টি খোঁজ নিচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow