আমেরিকান আইডলের সঙ্গীত সুপারভাইজার ও তার স্বামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Jul 17, 2025 - 00:51
 0  2
আমেরিকান আইডলের সঙ্গীত সুপারভাইজার ও তার স্বামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

‘আমেরিকান আইডল’-এর সঙ্গীত সুপারভাইজার ও তার স্বামী লস অ্যাঞ্জেলেস বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে।

স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) দুপুরে লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকার একটি বাড়িতে ওয়েলফেয়ার চেক করতে গিয়ে ওই দম্পতির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাদের শনাক্ত করা হয় ‘আমেরিকান আইডল’-এর সঙ্গীত সুপারভাইজার রবিন কায়ে (৭০) এবং তার স্বামী থমাস ডেলুকা (৭০) হিসেবে।

২২ বছর বয়সী রেমন্ড বুডারিয়ান নামে এক যুবককে এই হত্যাকাণ্ডের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ১০ জুলাই দম্পতি বাড়ি না থাকার সময় বুডারিয়ান তাদের বাড়িতে চুরি করতে ঢোকে। যখন রবিন ও থমাস বাড়ি ফেরেন, তখন বুডারিয়ান তাদের গুলি করে হত্যা করে এবং পায়ে হেঁটে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ওই দিনই চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন তারা পায়নি।

রবিন কায়ে শো বিজনেসের একজন প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন। ২০০৯ সাল থেকে ‘আমেরিকান আইডল’-এর সঙ্গীত বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও তার কাজের তালিকায় রয়েছে: দ্য সিঙ্গিং বি, হলিউড গেম নাইট, লিপ সিঙ্ক ব্যাটেল, মিস ইউএসএ ও মিস ইউনিভার্স-এর মতো পেজেন্টগুলো।

‘আমেরিকান আইডল’-এর একজন মুখপাত্র বলেন, ‘রবিন ২০০৯ সাল থেকে আমাদের আইডল পরিবারের অপরিহার্য অংশ ছিলেন। তার সান্নিধ্যে আসা সবাই তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow