আশুলিয়ায় অভিনেতার বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪
আশুলিয়া প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও অভিনেতা এআর মন্টুর বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিনেতা এআর মন্টু পলাতক থাকলেও তার ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টু (মুসা), (২৪), একই এলাকার মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ রাণীনগরের মো. জাহিদুল আলমকে (২৪) গ্রেপ্তার করা হয়।
অভিযানে ওই বাসা থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশী অস্ত্র চাপাতি, ছুরি, একটি শটগানের বাটস্টক, একটি হকিস্টিক, ৩ হাজার ৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদ, ২টি ইলেকট্রিক শকার, অপরাধসংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সঙ্গে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনে এলাকার মানুষজন ভয় পায়। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর কাছ থেকে তথ্য নিয়ে অভিনেতা ও ছাত্র হত্যা মামলার আসামি এ আর মন্টুর বাসায় অভিযান পরিচালনা করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজগর আলী জানান, যৌথবাহিনী গ্রেপ্তারকৃতদের গতকাল রাতেই থানায় হস্তান্তর করে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?

