এবার নিপুণকে নিয়ে মুখ খুললেন জায়েদ খান

Jan 23, 2025 - 12:52
 0  1
এবার নিপুণকে নিয়ে মুখ খুললেন জায়েদ খান
ছবি : সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘ সময় দেশের বাইরে আছেন। কখনও তাকে দেখা যায় কানাডা তো কখনও আমেরিকা। রাজনৈতিক পটপরিবর্তনে ৫ আগস্টের পর আর দেশে ফেরেনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এ সাধারণ সম্পাদক।

অনেকের ধারণা, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় দেশে আসতে পারছেন না তিনি।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। গণমাধ্যমকে জানিয়েছেন আমেরিকায় একটি সংবাদ মাধ্যমে যুক্ত হয়েছেন তিনি।

অন্য আরেকটি গণমাধ্যমে দেশের ফেরার বিষয়ে অভিনেতা জানান, তিনি কোনও অন্যায় করেননি। দেশে ফিরতে ভয়ও পান না।

জায়েদ বলেন, ‘দেশে তো আর বাবা-মা নাই, ভাই-বোন নাই। আমি এই জায়গায় (নিউইয়র্কে) একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধ করে আসিনি।’

সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিদ্বন্দ্বী নিপুণকে বহিষ্কার করেছে শিল্পী সমিতি। এ বিষয়ে জায়েদ খানের মন্তব্যটা এমন, ‘শিল্পী সমিতি যা করেছে, তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষের তার সঙ্গে সম্পর্কই রাখা উচিত না। একটা ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান তিনি কোথায় নিয়ে গেছেন! নায়িকারা হচ্ছেন ভালোবাসার প্রতীক, তারা মানুষের সঙ্গে সাবলীল থাকবে, ভালোভাবে থাকবে।’

তিনি জানান, নিয়মিত স্টেজ শো করছেন। তাই দেশের চেয়ে বিদেশেই বেশি সময় যাচ্ছে তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow