ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

Jan 30, 2025 - 07:15
 0  4
ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে বিমান সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিবিএস নিউজের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, উদ্ধারকারী বাহিনী এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আমেরিকান এয়ারলাইন্সের সিআরজে৭০০ প্লেনের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্লেনটি কানসাস থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল। এতে ৬৪ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের সব ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার খবরে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে।

দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow