কালিয়াকৈর প্রেসক্লাব সাবেক সভাপতি আইয়ুব রানা সড়ক দুর্ঘটনায় আহত

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব রানা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা হঠাৎ উল্টে গিয়ে সজোরে ধাক্কা লাগলে আইয়ুব রানা মহাসড়কে ছিটকে পড়ে যান। এতে তার হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈরের শুভেচ্ছা ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সফিপুরের খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে স্থানান্তর করে।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
What's Your Reaction?






