খুলনায় বিএনপির দুই গ্রুপের বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
                                    খুলনা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বনির্ধারিত জনসংযোগস্থলে প্রতিবাদ সমাবেশ ডাকে দলটির আরেক অংশ।
শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
অভিযোগ উঠেছে, পারভেজ মল্লিকের জনসংযোগ ঠেকাতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিয়ায় প্রবেশের সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘাট বন্ধ ছিল। ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক দুজনেই খুলনা-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। হেলালকে খুশি করতে মিন্টু মোল্লা উদ্যোগী হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
এ প্রসঙ্গে সাইফুর রহমান মিন্টু মোল্লা বলেন, ‘বিএনপি নেতা আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে পথের বাজারে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। আমরা আগে এ কর্মসূচি ঘোষণা করেছি। কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে একটি পক্ষ সেখানে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে।’
বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, নির্বাচনী জনসংযোগ নয়, বিএনপির ৩১ দফা প্রচার করতে পথের বাজারে তাঁর কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। সেটি বানচাল করতে পরিকল্পিতভাবে সেখানে সমাবেশ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক। বিষয়টি বিএনপির সদস্য সচিবকে তিনি জানিয়েছেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, দুই পক্ষ একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

