গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু গোপালগঞ্জের ঘটনা এতবড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Jul 17, 2025 - 20:06
 0  2
গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু গোপালগঞ্জের ঘটনা এতবড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে, সে তথ্য ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা অন্যায় করেছে তারা গ্রেপ্তার হবে, কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না।

এনসিপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যার যার বক্তব্য সে সে দিতে পারে। তবে গোপালগঞ্জে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে গোপালগঞ্জের বুধবারের (১৬ জুলাই) ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow