চাকসু নির্বাচনে আইডি কার্ড বিড়ম্বনায় শিক্ষার্থীরা, অনেকের ভোট দেওয়া অনিশ্চিত

Oct 15, 2025 - 14:46
 0  2
চাকসু নির্বাচনে আইডি কার্ড বিড়ম্বনায় শিক্ষার্থীরা, অনেকের ভোট দেওয়া অনিশ্চিত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য শিক্ষার্থীদের দেওয়া আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। যাদের আইডি কার্ড নাই তারা চাকসুর ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারছেন না। তবে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমাণক ডুকমেন্ট উপস্থাপন করতে পারছেন তাদের অনেকে ছাড় দেওয়া হচ্ছে। চবির জিরো পয়েন্টে প্রধান গেইটে কার্ড চেক করছেন চবির নিরাপত্তা টিমের সদস্যরা।

চবির নিরাপত্তা টিমের সদস্য প্রফেসর ড. আকিবুল হক বলেন, ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে এ সিদ্ধান্ত। তবে কার্ড না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরকম গুরুত্বপূর্ণ প্রমাণক ডুকমেন্ট উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে ঢুকতে দেওয়া হচ্ছে। যারা কোনো ডুকমেন্ট দেখাতে পারছেন না তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা ডুকমেন্ট নিয়ে আসলে ভোট দিতে পারবেন।

ড. আকিবুল হক জানান, কার্ড ছাড়া যারা অন্য ডুকমেন্ট নিয়ে আসছেন, তাদের বিভাগের শিক্ষক, ডিনসহ নানা তথ্য জিজ্ঞাসা করে ছাত্র নিশ্চিত হলেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা কার্ড নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের অনেক আগে থেকেই সচেতন করেছি। এ বিড়ম্বনার জন্য চবি কতৃপক্ষ দায়ী নয়।

চবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী অনন্যা দাশ বলেন, আইডি কার্ড নিয়ে আসতে হবে আমি জানতাম না। আমাকে কেউ বলেনি। কার্ড না থাকায় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। কার্ড চট্টগ্রাম শহরের বাসায়। এখন ভোট না দিয়েই শহরে ফিরে যেতে হবে, আর কোনো উপায় নেই। গেটৈ স্যার বললেন কার্ড লাগবেই।

ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আফরোজ আক্তার বলেন, আমার আইডি কার্ড হারিয়েছে। বিভাগে আবেদন করেছিলাম। কার্ড ছাড়া ঢুকতে দেয়নি। পরে শহরের বাসা থেকে হোয়াটসঅ্যাপ ছবি এনে কম্পিউটার থেকে প্রিন্ট নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ শেষে ক্যাম্পাসে ঢুকতে দিয়েছেন। এমন বিড়ম্বনায় পড়ব জানলে ভোট দিতেই আসতাম না।

ফরেস্টি বিভাগের আরেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, আমার আইডি কার্ড কোথায় খুঁজে পাইনি। একটি ফটোকপি ছিল। তা কম্পিউটার থেকে প্রিন্ট নিয়ে আসি। কিন্তু গেইটে প্রথমে বাধা দেয়। পরে বিভাগের শিক্ষক, ডিন কারা জিঙ্গাসাবাদ করে নিশ্চিত হয়েই ঢুকতে দিয়েছেন। ভোট দিতে এসে মহা বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবুও ভোট দিতে পারছি, সেই আনন্দের।

প্রসঙ্গত, চবির প্রধান গেইটে মাইকে সকল শিক্ষার্থীকে আইডি কার্ড প্রদর্শনের জন্যে কিছুক্ষণ পরপর ঘোষণা দেওয়া হচ্ছে। আইডি কার্ড ছাড়া কাউকে ভেতরে প্রবেশে নিষেধ করা হচ্ছে। সকালের সহযোগিতা চাইছে চবি কতৃপক্ষ। গেইটে চার জন শিক্ষকের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা টিমকে কাজ করতে দেখা যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow