জন্মদিনের চার দিন আগেই কেক কাটলেন পরীমণি, সাথে কে এই যুবক ?

Oct 22, 2025 - 01:27
 0  2
জন্মদিনের চার দিন আগেই কেক কাটলেন পরীমণি, সাথে কে এই যুবক ?
পরীমণি ও অর্ক। ছবি : নায়িকার ফেসবুক থেকে সংগৃহীত

আসছে ২৪ অক্টোবর ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। জাঁকজমকভাবে দিনটি উদযাপন করলেও গেল তিনবছর কোনো আয়োজন করেননি তিনি। তবে এবার একটু ব্যতিক্রম ঘটল, জন্মদিনের চার দিন আগেই জন্মদিনের কেক কাটলেন নায়িকা।

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে পরীমণি জানান, ২৪ অক্টোবর তার জন্মদিন। কিন্তু এবার আগেই উদযাপন করলেন। সঙ্গে ছিলেন অর্ক নামে এক যুবক।

ছবি প্রকাশ করার পর অর্ক সম্পর্কে জানতে চান অনেকেই। কেউ কেউ জানতে চান- কী সম্পর্ক তার সঙ্গে। পোস্টে অবশ্য সে কথার উত্তর দিয়েছেন পরীমণি।

ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ‘অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকেন অর্ক, আর তাদের বাসাও একই এলাকায়। ও (অর্ক) খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। আমার কাছে বারোমাস ওর ছোট ছোট অনেক আবদার থাকে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’

পোস্টে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমণি। একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পরীমণি উল্লেখ করেন, ‘এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।’

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow