টেকনাফে পাহাড় থেকে ৫ কাঠুরিয়াকে অপহরণ, মুক্তিপণ দাবি
![টেকনাফে পাহাড় থেকে ৫ কাঠুরিয়াকে অপহরণ, মুক্তিপণ দাবি](https://jamunatimes.com/uploads/images/202502/image_870x_67a3c2c9af726.jpg)
কক্সবাজারের টেকনাফের একটি পাহাড় থেকে পাঁচ কাঠুরিয়াকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাহার ছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন—টেকনাফের বাহারছড়ার বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবু (২০)।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, লাকড়ি সংগ্রহ করতে গেলে অস্ত্রের মুখে ১৫ জনকে ধরে নিয়ে যায়। পরে ১০ জনকে ছেড়ে দিলেও এখনো ৫ জন অপহরণকারীদের কাছে রয়েছে বলে জানান তিনি।
হুমায়ুন কবির আরও জানান, মুক্তিপণের জন্য পাঁচজনকে আটক রেখেছে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, বিষয়টি তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অবহিত হয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের স্বজন বা কারও পরিবারের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
তারপরও ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
What's Your Reaction?
![like](https://jamunatimes.com/assets/img/reactions/like.png)
![dislike](https://jamunatimes.com/assets/img/reactions/dislike.png)
![love](https://jamunatimes.com/assets/img/reactions/love.png)
![funny](https://jamunatimes.com/assets/img/reactions/funny.png)
![angry](https://jamunatimes.com/assets/img/reactions/angry.png)
![sad](https://jamunatimes.com/assets/img/reactions/sad.png)
![wow](https://jamunatimes.com/assets/img/reactions/wow.png)