ঈদগড়ে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ সারাদিন, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা

কক্সবাজার প্রতিনিধি
সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা থাকলেও কক্সবাজার রামুর ঈদগড় ছগিরাকাটায় সরকারি কমিউনিটি ক্লিনিকটির অবস্থা যেন ভিন্ন এক দুঃসহ চিত্র। সারাদিনই এই ক্লিনিকের দরজা তালাবদ্ধ থাকে, ফলে স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
সরকারি তত্ত্বাবধানে থাকা এই ক্লিনিকটি এলাকাবাসীর জন্য এক চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ ক্লিনিকটির স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস সময় থাকা সত্ত্বেও তালাবদ্ধ থাকে ক্লিনিকের দরজা। রোগীরা আসলেও কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী ক্লিনিকের ভেতরে পাওয়া যায় না। জরুরি অবস্থায় ওষুধ কিংবা চিকিৎসা না পেয়ে মানুষ অসুস্থতার সঙ্গে লড়ে যেতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়রা জানান, সরকারি ক্লিনিক বলে ভরসা করে আসি, কিন্তু বারবার হতাশাই ফিরে পেয়েছি। সারাদিন তালা ঝুলানো থাকায় আমরা হাসপাতালে যেতে বাধ্য হই, যা আমাদের জন্য অনেক কষ্টকর।
ঈদগড়ের স্বাস্থ্যখাতে এমন অব্যবস্থাপনা স্থানীয় জনগণের জীবনমানকে হুমকির মুখে ফেলছে। দ্রুত সমাধান না হলে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্য অসম্ভব হবে এবং সাধারণ মানুষের ভরসা থাকবে আর কল্পনাতীত।
What's Your Reaction?






