কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Sep 3, 2025 - 22:53
 0  3
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : সংগৃহীত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভেজাল খাদ্য, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত মোড়ক না থাকা ও বিভিন্ন অনিয়মের দায়ে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

এসময় ভ্রাম্যমাণ আদালতে কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিব উল্লাহ খাঁন, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মোঃ মারগুব তৌহিদ, পৌর সচিব কারার দিদারুল মতিন, পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই সাইদুল ইসলামসহ পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম বলেন, বাজারে বিভিন্ন অনিয়ম বন্ধে নিয়মিত এ অভিযান চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow