কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের এক দস্যু আটক

Aug 27, 2025 - 17:15
 0  7
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের এক দস্যু আটক
ছবি : সংগৃহীত

জসিম উদ্দিন, মোংলা

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী আলমগীর হোসেন সাগরকে আটক করেছে কোস্টগার্ড।
 
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। ওইসময় কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর  সহযোগী আলমগীর হোসেন সাগর (৪৫) কে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, আটককৃত দস্যু আলমগীর হোসেন সাগর বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow