ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সাভার প্রতিনিধি
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী আইয়ুব খানের ছবি সম্মিলিত নেতাকর্মীদের টানানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ আগস্ট) রাতে এসব ব্যানার ও ফেস্টুন ছেড়ার ঘটনা ঘটে।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী আইয়ুব খান বলেন, গতকাল রাতের আধারে এ জঘন্য কাজ করা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা আমার জানা নেই। তবে যারাই করেছে তাদের শাস্তি দাবি করছি।
সরেজমিনে দেখা যায়, সম্মেলন উপলক্ষে অসংখ্য ব্যানার, ফেস্টুন সাভার ও আশুলিয়া এলাকায় টানানো হয়। শুক্রবার সকালের দিকে অধিকাংশ ব্যানার, ফেস্টুন ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ সম্পর্কে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নানকে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেননি।
What's Your Reaction?






