তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল

Oct 18, 2025 - 01:27
 0  2
তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগেই ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের কাজ শুরু ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টায় জবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘তিস্তা পাড়ের কান্না, আর না আর না’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দিবে জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ইত্যাদি স্লোগান দেন।

এ সময় রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সোহাগ আহমেদ বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষ মঙ্গা হয়ে জন্ম নেয়নি। আমাদের মঙ্গা করে রাখা হয়েছে। আমি সেই সন্তান যার বাবার জমি ৬ মাস পানির নিচে ডুবে থাকে। আমি সেই সন্তান, যার মা তার মেয়েকে খাবার না দিতে পেরে কান্না করে। আমরা চাই নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। 

জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, তিস্তা মহা পরিকল্পনা যতদিন বাস্তবায়ন না হবে ততদিন উত্তর বঙ্গের মানুষের দুঃখ শেষ হবে না। তাই আমরা চাই যেন নভেম্বরের মধ্যে যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। সারা বাংলাদেশের এই একটাই দাবি।

শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, তিস্তা নিয়ে ভারতের সঙ্গে যে চুক্তি আছে তা ২০২৬ সাল নাগাদ শেষ হবে। আমরা চাই এর আগেই আরেকটি চুক্তি সম্পাদন করে উত্তরবঙ্গের পাঁচ জেলার মানুষকে পানি সরবরাহ করতে হবে। একইসঙ্গে অবশ্যই আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং সে জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। 

মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা কল্যাণ, ছাত্রদল, ছাত্রশিবির সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow