দশ হাজার টাকার আশায় লাশ হয়ে ফিরলেন মজিদ

Feb 5, 2025 - 23:17
 0  1
দশ হাজার টাকার আশায় লাশ হয়ে ফিরলেন মজিদ
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে ডুবে যাওয়া এক নৌকা দশ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করতে নেমে প্রাণ গেলো আব্দুল মজিদ (৩৮) নামে এক যুবকের। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইচ গেট এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাউতারা স্লুইচ গেট এলাকায় বড়াল নদীতে ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহত আব্দুল মজিদ পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী।

প্রত্যক্ষদর্শী আব্দুল আলীম জানান, দুই দিন আগে ইটভাটার মাটিবাহী একটি নৌকা উপজেলার রাউতারা স্লুইচ গেট এলাকায় ডুবে যায়। স্থানীয় এক ডুবুরি ওই নৌকা উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন নৌকার মালিকের কাছ থেকে। এতে নৌকার মালিক রাজি না হলে স্থানীয় মৎস্যজীবী আব্দুল মজিদ ১০ হাজার টাকার চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের জন্য আজ দুপুরে নদীতে নামেন। এ সময় তিনি ডুবে যাওয়া নৌকার সঙ্গে ডুব দিয়ে রশি বাঁধার জন্য প্রথম ও দ্বিতীয় ডুব দিয়ে দুটি রশি বাঁধেন। নদীতে তৃতীয় ডুব দেওয়ার পর তিনি আর উঠে আসেননি। দীর্ঘ সময় আব্দুল মজিদ উঠে না আসায় উপরে থাকা লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে তারা ব্যর্থ হয়ে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি করেও আব্দুল মজিদের কোনো খোঁজ মেলেনি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে নৌপুলিশ রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বিষয়টি তারা দেখভাল করবেন। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow