দেশকে পাঁচ বছরেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জেনে-বুঝে আগামীর বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে। জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাসহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুল পশ্চিম থানা জামায়াতের সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু সংকট পুরোপুরি কেটে যায়নি।
রাজনীতিতে মূল্যবোধের চর্চার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান, তাদের বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহীর অনুভূতি নিয়ে কাজ করতে হবে। কারণ আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এমন ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই ভয় ও শঙ্কামুক্ত থাকবেন। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয়-ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি।
তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত বাংলাদেশে গড়তে আন্দোলন করে যাচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক যেন নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে। যেখানে সবার মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে। সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, সুশিক্ষার সম্প্রসারণ হবে। সুশিক্ষাই পারে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে ছিলেন উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।
What's Your Reaction?






