দেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে, জনগণের জন্য বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথা উপজেলা বিএনপির আয়োজিত একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শহিদ জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সিঁড়ি থেকে উঠিয়ে একটি উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করেছিলেন। তিনি ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বাংলাদেশে আবার প্রত্যেক রাজনৈতিক দলকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, আজকে আমার সামনে শতশত মানুষ আছে যারা শহিদ জিয়াকে দেখে নাই, যারা বেগম খালেদা জিয়াকে চেনে না। তাদের বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতিবছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস বাংলাদেশের নতুন প্রজন্মকে আমাদের ভাই-বোনদেরকে জানতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না। এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিন।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহীন হোসেন, সাধারণ সম্পাদক খসরু চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।
What's Your Reaction?






