দেড় মাস পর খুলছে সুপ্রিম কোর্ট

Oct 18, 2025 - 19:33
 0  3
দেড় মাস পর খুলছে সুপ্রিম কোর্ট
ছবি : সংগৃহীত

দেড় মাসের অবকাশের পর আগামীকাল রোববার খুলছে সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। এ সময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।

অবকাশকালীন ছুটি শেষে রোববার রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা।

বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে চা চক্র ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এদিন দুপুর ২টা থেকে শুরু হবে বিচারিক কার্যক্রম।

৬৬টি বেঞ্চ পুনর্গঠন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। একইসঙ্গে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে।

রোববার থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সবার নজর তত্ত্বাবধায়ক সরকারের দিকে

অবকাশের পর এবার সবার নজর থাকবে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর মামলার দিকে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগে আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত।

এই মামলার নিষ্পত্তির পর সংজ্ঞায়িত হতে পারে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারও। তবে সবকিছু ছাপিয়ে এ মামলায় আপিল বিভাগ কী রায় দেন তার ওপর নজর থাকবে সবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow