দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভায় যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

Sep 14, 2025 - 22:40
 0  1
দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভায় যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

দোহায় কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনার জন্য জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১৪ আগস্ট) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওআইসির মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বক্তব্য রাখেন।

দুই দিনের জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা রোববার সকালে কাতারে পৌঁছান। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

কাতারের উপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য কাতার এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে। আগামীকাল এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow