নগরকান্দায় বাসচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

Jul 27, 2025 - 19:31
 0  3
নগরকান্দায় বাসচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
ছবি সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের গণকবর সড়কের মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস কোদালিয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবু শেখের স্ত্রী রনি বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাসটিকে তাড়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায়। পরে বাসটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় চালক বাস ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow