নগরকান্দায় ৩ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

Apr 30, 2025 - 20:49
 0  3
নগরকান্দায় ৩ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
ছবি : সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় তিন সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা। 

স্থানীয়রা জানান, উপজেলার চর যশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের আউয়াল মুন্সীর ছেলে, তিন সন্তানের জনক কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সীর (৩৫) সঙ্গে চর যশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে খুশি আক্তারের (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের সম্পর্কের জের ধরে তারা দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় গিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে।

খুশি আক্তার বলেন, কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে নগরকান্দা পৌর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে প্রায় দুই মাস সেখানে রাখে। আমাদের মধ্যে একাধিক বার দৈহিক সম্পর্ক হয়। আমি তাকে বিয়ে করার জন্য চাঁপ দিলে, সে তালবাহানা শুরু করে। আমি কোন উপায় না দেখে, বিয়ের দাবিতে তার বাড়িতে ৫দিন ধরে অনশন করছি।

খুশি আক্তার আরো বলেন, তিন মাস আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আমার বিয়ে হয়েছিল। আমি স্বামীকে ত্যাগ করে, আমার সব গহনা ও টাকা পয়সা ইসরাইলকে দিয়েছি। এখন সে আমাকে বিয়ে না করলে, আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী বলেন, উপজেলার চাঁদহাট বাজারে আমার একটি কাপড়ের দোকান আছে। কাপড় কেনার জন্য খুশি আক্তার আমার দোকানে বিভিন্ন সময় আসতো। এরি মধ্যে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমি তাকে গোপনে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে নগরকান্দায় থাকতাম। কিন্তু পরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরে আমি তাকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow