নির্বাচনে সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এ থাকবে : ইসি সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আখতার হোসেন। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আখতার হোসেন বলেন, “সবাই চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে, সেভাবেই—ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে—নির্বাচনেও থাকবে। আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে, সেভাবেই মোতায়েন করা হবে।”
মোট ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন
ইসি সচিব জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী: ১ লাখ সদস্য। পুলিশ: দেড় লাখ সদস্য। আনসার ও অন্যান্য বাহিনী: বাকি সদস্যরা।
ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা, তবে ব্যতিক্রম রয়েছে
আখতার হোসেন বলেন, “নির্বাচনী প্রচারণায় কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে ড্রোন ব্যবহার করা যাবে না। তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে।”
মোতায়েনের মেয়াদ বাড়ছে
তিনি আরও জানান, আগে পাঁচ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হলেও এবার আট দিনের মোতায়েনের প্রস্তাব এসেছে। ভোটের আগের ৩ দিন, ভোটের দিন, ভোটের পরের ৪ দিন—এই সময়সীমার বিষয়ে কমিশন এখন পর্যালোচনা করছে।
What's Your Reaction?






