নিলামে মাইকেল জ্যাকসনের মোজা, ৮ হাজার ডলারে বিক্রি

Aug 3, 2025 - 00:36
 0  3
নিলামে মাইকেল জ্যাকসনের মোজা, ৮ হাজার ডলারে বিক্রি
ছবি : সংগৃহীত

পপ জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজড়িত একটি ঝকঝকে মোজা সম্প্রতি ফ্রান্সে নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ডলারের বেশি দামে। ভক্তদের কাছে এটি শুধু এক জোড়া মোজাই নয়, বরং এক টুকরো ইতিহাস।

১৯৯৭ সালে ফ্রান্সের নিস শহরে একটি কনসার্টে পারফর্ম করার সময় মাইকেল জ্যাকসন যে মোজাটি পরেছিলেন, সেটিই সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৭,৬৮৮ ইউরোতে যা প্রায় ৮,৮২২ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। সাদা অ্যাথলেটিক ধাঁচের মোজাটি ঝিলমিলে রাইনস্টোন দিয়ে সজ্জিত ছিল, যা তাকে ‘বিলি জিন’ গানে পারফর্ম করতে দেখা যায়। 

ফ্রান্সের নিম শহরের এক অজ্ঞাত টেকনিশিয়ান জ্যাকসনের ড্রেসিং রুমের কাছ থেকে মোজাটি কনসার্টের পর পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান। পরে সেটি সঙ্গীত-স্মারক সংগ্রহের অংশ হিসেবে রাখা হয় এবং এবার সেটিই বিক্রি হলো চড়া দামে। নিলামকারীরা বলছেন, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মোজাটিতে দাগ পড়েছে এবং রাইনস্টোনগুলোর উজ্জ্বলতা কিছুটা ফিকে হয়ে গেছে। তবুও জ্যাকসনের স্মৃতিময় এই ‘কাল্ট অবজেক্ট’ ভক্তদের কাছে এখনও অমূল্য সম্পদ।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও মাইকেল জ্যাকসনের পরা একটি জরি-সজ্জিত গ্লাভস ২০০৯ সালে এক ম্যাকাও ক্যাসিনো রিসোর্টে বিক্রি হয়েছিল ৩.৫ লাখ ডলারে। ২০২৩ সালে প্যারিসে তার একটি বিখ্যাত পারফরম্যান্সের আগের মুহূর্তে পরা হ্যাট বিক্রি হয়েছিল ৮০ হাজার ডলারের বেশি দামে।

২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে ড্রাগের ওভারডোজে মারা যান জ্যাকসন। মৃত্যুর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, বরং স্মারক নিলামগুলোতে স্পষ্ট হয় তার প্রতি ভক্তদের ভালোবাসা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow