নীলফামারীতে চীনের আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
চীনের ১০০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নীলফামারী সদর উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় শহরের চৌরঙ্গীমোড়ে বিভিন্ন পেশার লোকজন এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা ওই হাসপাতালটি সদর উপজেলায় স্থাপনের জন্য যৌক্তিক দাবি করেন।
বক্তারা বলেন, নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠ, কলোনির মাঠ কিংবা বিজিবি ক্যাম্পের পাশে চীনের "১০০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল" স্থাপন করা উচিত। সদরে এই আধুনিক হাসপাতাল স্থাপন করা হলে, যাতায়াতের সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবো আমরা।
বক্তারা আরও বলেন, নীলফামারী সদরের এই প্রস্তাবিত এলাকাটি দেশের এক অসাধারণ যোগাযোগ কেন্দ্র! বিমানে সৈয়দপুর, সেখান থেকে মাত্র ১০ মিনিট! ট্রেনে দারোয়ানী/খয়রাত নগর/নীলফামারী স্টেশনে নেমে মাত্র ১০ টাকার অটো! যেখানে ট্রেন নেই, সেখান থেকেও বাসে এসে সহজে পৌঁছানো সম্ভব! এই স্থান রংপুর বিভাগের ৮ জেলার এক কেন্দ্রবিন্দু—এক কথায়, সবার জন্য সহজগম্য।
জমির অবস্থা ও সম্ভাবনা — কম খরচে বিশাল লাভ। এই মাঠগুলো এখন অবহেলিত ও পতিত অবস্থায় পড়ে আছে। সরকারি জমি হওয়ায় মালিকানা নিয়ে ঝামেলা নেই। বিশাল এলাকা, নির্মাণের জন্য প্রস্তুত। স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ।
বক্তারা বলেন, সবার জন্য চিকিৎসাসেবা জনগণ ও বিদেশিদের জন্য উপযোগী। চীনের বিনিয়োগ যেখানে, হাসপাতালও হবে সেখানে, চীনা নাগরিক ও বিদেশি কর্মীরা ৫ মিনিটেই সেবা পাবে। ইপিজেডে কর্মরত রংপুর বিভাগের হাজারো শ্রমিকও উপকৃত হবে সাশ্রয়ী, দ্রুত, সহজ চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
উপস্থিত মানববন্ধনে বক্তারা বলেন, এই স্থান বাদ দিয়ে অন্য কোথাও হাসপাতাল নির্মাণ মানে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার, জনগণের সাথে প্রতারণা বলে মনে করেন তারা।
What's Your Reaction?






