উল্লাপাড়ায় থানা ফটকে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

Apr 18, 2025 - 23:52
 0  9
উল্লাপাড়ায় থানা ফটকে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর হামলার এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, 'জামায়াত নেতারা পৌর বাস টার্মিনাল থেকে টোল আদায় করে। তারা বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতি দখল নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ভেঙে ফেলে। খবর পেয়ে বিএনপি কর্মীরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দেয়। এই ঘটনার জেরে দুপুরে জামায়াত নেতা হাফিজুর, রাশেদ ও আল-আমিনসহ বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হাফিজুর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। '

এ বিষয়ে জানতে উল্লাপাড়া পৌর জামায়াতের আমির হাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, 'হাফিজুরের সাথে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়নি।

তবে এ ঘটনার জেরে আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে বিএনপি নেতারা ধরে থানায় নিয়ে গেছে।'

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, 'অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। আটকের পর জানা যাবে তারা কোন দলের এবং কেন হামলা করেছে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow