পরীমনিকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে ভিক্ষুকদের ভিড়

শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার বাদী তিনি। এজন্যই আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে আদালতে এসে তিনি গাড়িতেই বসে ছিলেন।
কালো কাঁচ ঘেরা গাড়িতে বসে থাকা পরীমনিকে দেখার জন্য ভিক্ষুকরা ভিড় করতে শুরু করে। প্রথমে একজন, তারপরে সন্তানসহ আরেকজন। এভাবে একের পর এক প্রায় ৬-৭ জন্য ভিক্ষুক পরীমনির গাড়ির কাছে ভিড় করেন। এসময় তারা বারবার কালো কাঁচ ভেদ করে ভেতরের মানুষটিকে একবার দেখার চেষ্টা করেন।
কিন্তু ভেতর থেকে গাড়ির কাঁচ খোলা হয়নি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে তাকে জেরার জন্য দিন ধার্য ছিল আজ। এজন্যই সকাল সকাল আদালতে হাজির হন পরীমনি।
২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।
তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর তৎকালীন বিচারক হেমায়েত উদ্দিন।
পরে ২০২২ সালের ১৯ এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষ।
এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। ওই বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর এ মামলায় পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিকে গত বছরের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততবোধ করেন পরীমনি। তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
What's Your Reaction?






