পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ টন পপির বীজ

Nov 6, 2025 - 19:44
 0  3
পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ টন পপির বীজ
মাদক হিসেবে বিবেচিত পপি বীজ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

ঘোষণা ছিল পাখির খাদ্য আমদানি হবে। তবে পাকিস্তান থেকে দুই কনটেইনারে করে এসেছে পপি বীজ, যা আমদানি–নিষিদ্ধ। চালানটি চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি ডিপো ছাবের আহম্মেদ টিম্বারে নেয়ার পর তা পরীক্ষার উদ্যোগ নেন কাস্টম কর্মকর্তারা। তাতেই ধরা পড়ে ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির বিষয়টি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাস্টমস কর্মকর্তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে বার্ড ফুড আমদানির ঘোষণা দেয়। ৯ অক্টোবর পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

কাস্টমস কর্মকর্তারা আরও জানান, কন্টেইনার দুটিতে ৭ টন পাখির খাবারের পাশাপাশি আমদানি নিষিদ্ধ ২৫ টন পপি বীজ পাওয়া যায়। সবার চোখ ফাঁকি দিতে পাখির খাদ্য কৌশলে কন্টেইনারের মুখে রাখলেও, ভেতরের দিকে বস্তার ভেতর রাখা হয় এসব পপি বীজ। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

কাস্টম কর্তৃপক্ষের দাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে পপি বীজ মূলত মাদক হিসেবে বিবেচিত। আমদানি–নিষিদ্ধ হওয়ায় আইন অনুযায়ী আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow