প্রথমবারের মতো পাঠাওয়ে যুক্ত হলো সিএনজি সেবা

Oct 31, 2025 - 00:28
 0  3
প্রথমবারের মতো পাঠাওয়ে যুক্ত হলো সিএনজি সেবা
ছবি : সংগৃহীত

দশ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো সিএনজি সেবা নিয়ে এলো হোমগ্রোন সুপার অ্যাপ পাঠাও। এখন থেকে ব্যবহারকারীরা পাঠাও রাইডে একইসাথে পাবেন বাইক, কার, ও পাঠাও সিএনজি। 

পাঠাও সিএনজিতে প্রথম ৩টি সিএনজি রাইডের পেমেন্ট করলেই পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত (প্রতি রাইডে ১০০ টাকা করে সর্বোচ্চ ৩০০ টাকা) ক্যাশব্যাক। অফারটি ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে।

পাঠাও অ্যাপে আগের মতোই সহজে সিএনজি রিকোয়েস্ট করা যাবে। শুধু রাইড অপশন থেকে ‘CNG’ সিলেক্ট করে গন্তব্য নির্ধারণ করলেই রাইড পাওয়া যাবে। সাথে থাকবে বিডিং মডেল সুবিধাও। ব্যবহারকারীরা প্রয়োজনমতো ভাড়া বিড করে সহজেই পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে।

নিরাপত্তা বিবেচনায় পাঠাও সিএনজি রাইডে জরুরি অবস্থার জন্য আছে এসওএস বাটন, পরিবার বা বন্ধুর সাথে প্রয়োজনে লাইভ রাইড লোকেশন শেয়ার, চালক ও যাত্রী উভয়ের জন্য ১ লাখ টাকা পর্যন্ত সেফটি কভারেজ সুবিধা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow