ফরিদপুরে নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ঝাড়ু মিছিল

Nov 8, 2025 - 19:52
 0  3
ফরিদপুরে নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ঝাড়ু মিছিল
ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সমর্থক ও কর্মীদের নিয়ে ঝাড়ু মিছিল করেছেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে শতাধিক সমর্থক নিয়ে চরভদ্রাসন সদর বাজারে এ মিছিল করেন তিনি। উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী এলাকায় অবস্থিত তার নিজ বাড়ির সামনে থেকে মিছিলটি বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও তার বাড়িতে গিয়ে শেষ হয়।

মিছিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি রায়হান জামিল বলেন, এই আসন থেকে আগেও অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। আমি এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিবো। তাই প্রচারের জন্য বিভিন্ন স্থানে ফেস্টুন-ব্যানার লাগিয়েছি। ইদানীং একটি কুচক্রী মহল আমার প্রচারণার গেট ভাঙচুর করেছে; নষ্ট করেছে। প্রতিবাদে আজ ঝাড়ু মিছিল করেছি। আগামীতে কেউ ‍যদি আবারও এমন কাজ করে তাহলে কঠোর কর্মসূচির দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow