ফের অপু বিশ্বাস-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

May 27, 2025 - 18:21
 0  4
ফের অপু বিশ্বাস-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ
অপু বিশ্বাস ও শবনম বুবলী। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ‘ভার্চুয়াল দ্বন্দ্ব’ নতুন কিছু নয়। মাঝে মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন এই দুই নায়িকা।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি শেয়ার করেন শাকিব খান ও তাদের ছেলে শেহজাদ খান বীরের একান্ত কিছু মুহূর্তের ছবি। ছবিতে দেখা যায়, সন্তানকে সময় দিচ্ছেন ও আদরে ভরিয়ে দিচ্ছেন শাকিব। যেখানে ক্যাপশনে বুবলী লিখেন, ‘পরিবার- যেখান থেকে জীবন শুরু হয়, এবং ভালোবাসা কখনও শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সোশ্যালে শেয়ার করেন। সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন, ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

দুই ছেলের সঙ্গে শাকিব খানের ফ্রেমবন্দি এই সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করছেন অপু বিশ্বাস ও বুবলীর। সেই সঙ্গে তাদের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বুবলীর সমালোচনা করছেন, আবার কেউ কেউ অপু বিশ্বাসের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow