ফের রাজ-মন্দিরার জুটি, আসছে ‘প্রতিদ্বন্দ্বী’

Jul 17, 2025 - 00:26
 0  2
ফের রাজ-মন্দিরার জুটি, আসছে ‘প্রতিদ্বন্দ্বী’
ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘কাজলরেখা’য় অভিনয় করেছিলেন মন্দিরা চক্রবর্তী। এটি ছিল তার জীবনের প্রথম সিনেমা। সেই সিনেমায় তিনি জুটি বেঁধেছিলেন শরিফুল রাজের সঙ্গে। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার।

প্রশংসাও পান বেশ। গত কোরবানির ঈদে রাজ ও মন্দিরা দুজনই হাজির হয়েছিলেন পর্দায়, তবে ভিন্ন দুই ছবিতে। রাজকে দেখা গেছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’র মুখ্য চরিত্রে। আর মন্দিরা হাজির হন মিঠু খানের ‘নীলচক্র’তে। সেখানে আবার তিনি জুটি বেঁধেছিলেন আরিফিন শুভর সঙ্গে। তবে, নতুন খবর হলো ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন রাজ-মন্দিরা। এবারের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। ছবিটি বানাচ্ছেন মিঠু খান।

মিঠু খান জানিয়েছেন, প্রযোজকের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হয়েছে। এখন তিনি চিত্রনাট্য গুছিয়ে নিচ্ছেন। ছবির গল্পটা মফস্বল শহরের প্রেম নিয়ে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সুনামগঞ্জ ও ঢাকায় হবে চিত্রায়ন। ছবিতে ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বীকেও দেখা যেতে পারে। মুক্তির জন্য আপাতত আগামী বছরের ঈদুল আজহাকে মাথায় রাখছেন নির্মাতারা।

এদিকে, সব বিষয় পরিষ্কার না করে তৃতীয় ছবির কথা আগেই জানিয়েছেন মন্দিরা। তিনি বলেছেন, প্রথম দুই ছবির চেয়ে তৃতীয় ছবিটা আরও ভালো কিছু হতে যাচ্ছে। এ ছাড়া তিনি আরও বলেন, আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার মনে হয়, দিনশেষে গল্পটাই ম্যাটার করে। একটা মানুষ এত টাকা দিয়ে ছবি দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে ও রকম কাজ না করাই ভালো।

ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবতেন মন্দিরা চক্রবর্তী। কাছের বন্ধুরাও তাকে নায়িকা বলেই ডাকতেন। নাচের প্রতি ঝোঁক ছিল বেশি। তাই প্রথমে নাচের মাধ্যমেই বিনোদন অঙ্গনে আসা। এরপর অভিনয়ে যুক্ত হন। এরই মধ্যে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘নীলচক্র’। এই ছবির পর আলোচনায় উঠে এসেছেন মন্দিরা। নতুন করে আবারও শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কি না বিভিন্ন সূত্রে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, একটি নয়, সাতটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এখনও সিদ্ধান্ত নেননি, কোন গল্প দিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে মন্দিরা বললেন, ‘এখনই তা প্রকাশ করতে চাই না। কথাবার্তা চূড়ান্ত হোক, তবেই ধীরে ধীরে জানাব। শুনছি। এর মধ্যে চারটি ছবিতে শরীফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক। অন্য তিনটির মধ্যে প্রথম সারির দুজন নায়ক রয়েছেন। আমি ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে চাইছি। চাই, যেটা করব, সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়।’

মন্দিরা আরও যোগ করেন, ‘একদম মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি, তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনই আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow