বরিশালে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Jan 13, 2025 - 15:22
 0  3
বরিশালে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে বরিশাল বিভাগের সাংবাদিকদের মতবিনিময় সভা সোমবার (১৩ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগের ছয় জেলার দেড় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত থেকে একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করেন।

সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবশালীদের হাত থেকে সংবাদমাধ্যমকে মুক্ত রাখা, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, পত্রিকায় সম্পাদক হিসেবে যোগদান করতে হলে সাংবাদিকতায় কমপক্ষে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকা, মফস্বল সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনসহ সাংবাদিকদের একক রেজিস্ট্রেশন নাম্বার প্রদানের প্রস্তাব করা হয়।

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য অধ্যাপক আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, জিমি আমির, টিটু দত্ত গুপ্ত, আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক তথ্য অফিস বরিশালের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমাসহ বিভাগের অন্যান্য জেলার তথ্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, সংবাদমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান লক্ষ্য থাকবে সংবাদ এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

কমিশন প্রধান আরো বলেন, আমাদের দেশে একই মিডিয়া হাউসকে টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল, প্রিন্ট ভার্সন বা অনলাইন রেডিওর অনুমতি দেয়া হয়েছে। ফলে একই খবর ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে পাঠক ভিন্ন কোন মত বা বৈচিত্র্য পাচ্ছেন না। এগুলোর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। গণমাধ্যমকর্মীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে তাঁদের মতামত বা সুপারিশ কমিশনের কাছে পৌঁছাতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow