বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

Nov 6, 2025 - 18:55
 0  11
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি : সংগৃহীত

আশুলিয়া প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দলীয় মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বিরুদ্ধে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী। এ ঘটনায় ঢাকার চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়া নবীনগর এলাকার জয় রেস্তোরায় এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এলজিআরডির একটি রাস্তার কাজের জন্য ২৫% শেয়ার দেয়ার কথা বলে প্রতারণা করে ৬০ লাখ টাকা চেকের মাধ্যমে নেন বিএনপি নেতা আমিরুল ইসলাম খান। কিন্তু বেশ কিছুদিন পরে জানতে পারেন এই ধরণের কোন কাজ তিনি পাননি। এটা ছিল তার সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা। পরে বিষয়টি তাকে জানানো হয় এবং টাকা ফেরত চাইলে তিনি ৬০ লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে জানতে পারেন তার ওই একাউন্টে কোন টাকা নেই। পরবর্তীতে টাকা চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করেন। এক পর্যায়ে শফিকুল ইসলামকে টাকা না দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে আমিরুল ইসলাম।

তিনি জানান, ব্যাংকে টাকা না থাকায় ২১শে সেপ্টেমর তার দেওয়া চেক ডিজঅনার করা হয় এবং এনআই এক্ট ১৩৮ অনুযায়ী উকিল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর এক মাসের মধ্যে কোন টাকা না পেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী।

এদিকে, তিনি জানান, টাকা না পেয়ে তিনি গত ৫ই সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দেন। এরপরেও তিনি কোন ভ্রুক্ষেপ না করে উল্টো নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও তার অভিযোগ।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিরাপত্তা ও বিচার দাবী করেন তিনি।

এব্যাপারে বক্তব্য নিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow