বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
বিদেশে যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করছেন কিশোরগঞ্জের এক যুবক। গত শুক্রবার (১৭ অক্টোবর) তিনি একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন।
ওই যুবকের নাম সারোয়ার হোসেন রাব্বি। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা।
পোস্ট করা ভিডিওর ক্যাপশনে সারোয়ার হোসেন লিখেন, ‘প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ এই ভিডিওতে আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি, এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।’
‘আমি কেন এমন করেছি শুনুন, আমি সৌদি আরবে যাবো গত চার মাস যাবত চেষ্টা করেছি কিন্তু আমার কাছে ১ লাখ টাকা না থাকার কারণে যেতে পারছি না। গত ১ মাসে আমি বিভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছি, কিন্তু সব কিছু ঠিক থাকার পর যেদিন সমিতির লোক আমাকে টাকা দেবে সেদিন কেউ না কেউ আমার নামে উল্টা পাল্টা বলে ওদেরকে নিষেধ করে আসে আমাকে লোন না দেয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে কেউ এক টাকা পাবে না, কারোর টাকা মেরে খাইনি। কোনোদিন জেনে বুঝে কারোর ক্ষতি করিনি। তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক? যদি কারোর সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে আসুন, বসুন তারপর কথা বলুন আমি আপনার কী ক্ষতি করেছি। আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে আমি আমার শাস্তি মাথা পেতে মেনে নিব, কিন্তু আমার সঙ্গে কেন এমন করছেন আপনারা? আমার কী অন্য ছেলেদের মত স্বাভাবিকভাবে জীবন-যাপন করার অধিকার নেই? আমার একটা ছোট ছেলে আছে তার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ দিন। আজ আপনাদের কারণে আমার ভিসা ও মেডিকেলের মেয়াদ শেষের পথে, আমি আরও দুইবার বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমার অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছি। আবারও যদি আমি ব্যর্থ হই, আমার পথে বসা ছাড়া উপায় নেই। আজ আমি অনেক কষ্টে এমন কাজ করেছি। আমি পারতেসি না শুধু আমার বুকটা ছিঁড়ে আপনাদের কে দেখতে। আমাকে আপনারা ক্ষমা করবেন।’
ভিডিওতে দেখা যায়- একজন ভিসার কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন। সারোয়ার হোসেন ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক হাতে বসে আছেন। তিনি বলছেন, ‘আমার নাম সারোয়ার হোসেন রাব্বি। এলাকার মানুষ আদর করে বাপ্পি নামে ডাকে। আমাকে কিস্তি দেয়ার জন্য ১৩ জনকে বাড়িতে এনেছি। ১৩ জনকেই কোনো হৃদয়বান ব্যক্তি ভাংতি (না) করে দিয়েছে।’
এরপর অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে হাতে ভিসা নিয়ে বলেন, ‘এইযে আমার ভিসা। এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এক লাখ টাকার জন্য বিদেশ যেতে পারছি না। যতজন লোক কিস্তি দিতে আসে তাদের না করে দেয়। আমি যদি লুকিয়ে বিয়ে না করতাম তাহলে মনে হয় বিয়েও করতে পারতাম না। বিয়েতেও ভাংতি দিতো। এলাকার একটা মানুষকে উন্নত হওয়ায় জন্য দেয় না। তাই রাগে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে আনছি গালাগাল করার জন্য। এ সময় সারোয়ার হোসেনের এক বন্ধুও গালাগাল করেন।
মুঠোফোনে সারোয়ার হোসেন বলেন, ‘এক লাখ টাকার জন্য বিদেশ (সৌদি) যেতে পারছি না। তাই কষ্টে এমনটা করেছি। ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করেছি। আরও দুইবার ভিসা নষ্ট হয়েছে মানুষের কারণে। আমার কাছে কেউ কোনো ঋণ পাবে না। আমার এলাকার মানুষ খুব খারাপ। মানুষের বিয়েতেও ভাংতি দেয়। খুব আক্ষেপে এমনটা করেছি। আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আমার মা, বউ-বাচ্চা আছে, বাবা মারা গছে। ৩০ অক্টোবর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে ২৫ হাজার টাকা ঘুষ চায়। আমি দিতে রাজি না। তাই টাকাও পাচ্ছি না। আমার এখন যে পরিস্থিতি হয়েছে বলার ভাষা নাই। আমি এক সময় অটোরিকশা চালাইতাম। পরে বিকাশের ব্যবসা দিয়েছিলাম সেখানেও মানুষের কাছে বাকি আছে। টাকা তুলতে পারছি না।’
What's Your Reaction?






